Sunday, January 26, 2025
বাড়িরাজ্যরাস্তার বেহাল দশা, বাম আমল থেকে সংস্কারের দাবি গ্রামবাসীর

রাস্তার বেহাল দশা, বাম আমল থেকে সংস্কারের দাবি গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন।  ভোট আসলে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গ্রামে উড়ে এসে জুড়ে বসে ভোট পাখিরা। আর ভোট শেষে সিংহাসন পেলে তারা এলাহি গাড়ি, সিকিউরিটি নিয়ে এক প্রকার ভাবে বাদশা হয়ে যায়। তখন তারা যে রাস্তা দিয়ে এসি গাড়ি করে চলাচল করবে সেই রাস্তার উন্নয়ন হলেই হবে। বাকি সব রাস্তা জাহান্নামে যাক, এমনটাই মানসিকতা একটা বড় অংশের জনপ্রতিনিধিদের হয়ে গেছে। যার জন্য বিকাশ ত্রিপুরার মাটিতে সুশাসন ফ্লপ হয়েছে। মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন।

অভিযোগ গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌমুহনি থেকে খামারপাড়া পর্যন্ত মানুষ চলাচলের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। বাম আমল থেকে শুরু করে রাম আমল পর্যন্ত ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরেও পি ডব্লিউ ডি এবং গ্রাম উন্নয়ন দপ্তর রাস্তাটির সংস্কারের কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছে না  যার ফলে রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। নারদ সরকার নামে এলাকার এক ব্যক্তির কাছ থেকে জানা গেছে নকুল চৌমুহনী থেকে খামারপাড়া পর্যন্ত এই রাস্তার আশেপাশে ২৫ থেকে ৩০ পরিবারের বসবাস।

কাঞ্চনমালা এলাকায় শুধু একটি রাস্তা নয় এমন বেশ কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে অথচ সংশ্লিষ্ট দপ্তর গুলি রাস্তা সংস্কারের কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না। নকুল চৌমুহনি থেকে খামারপাড়া পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে জল জমাট বেঁধে আছে। আবার কোথাও কোথাও ধান জমির মতো কাদায় পরিণত হয়ে আছে। গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ পর্যন্ত পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে পারছে না। রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরেও টনক নরেনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের এবং এলাকার জনপ্রতিনিধিদের। তাই ভুক্তভোগী এলাকার মানুষ সংশ্লিষ্ট পি ডব্লিউ ডি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে জানা গেছে খুব শীঘ্রই যদি এই রাস্তা সংস্কার না হয় তাহলে স্থানীয় এলাকাবাসীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য