Sunday, December 22, 2024
বাড়িরাজ্যগরু পাচার চক্রের দুই সদস্য আটক

গরু পাচার চক্রের দুই সদস্য আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : গরু পাচার চক্রের দুই সদস্যকে আটক করল বিশালগড় থানার পুলিশ। বিশালগড় থানাধীন ভারত-বাংলাদেশ সিমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। বিশালগড় থানার ওসি জানান গরু পাচারচক্রের তিন সদস্যকে আগেই আটক করা হয়েছিল।

সোমবার রাতে বিশালগড় থানার অধিন ভারত-বাংলাদেশ সিমান্তবর্তি এলাকা থেকে এই পাচারচক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়েছে। একই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সাথে থাকা একটি মালবাহী বুলেরো পিকাপ গাড়ি। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি চুরির গরু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও বেশকয়েকজন পাচারকারীর নাম উঠে এসেছে। ধৃত দুই পাচারকারির নাম আতাউর রহমান জয় এবং কাসেম মিয়া ওরফে রাকেশ। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য