Thursday, May 29, 2025
বাড়িরাজ্যশিশু পাচার রুখতে কর্মশালার আয়োজন

শিশু পাচার রুখতে কর্মশালার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : শিশু পাচার প্রতিরোধ করতে বাল তস্করী সে আজাদী ২.০ – নামে একটি সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয় সোমবার। ন্যাশনাল কমিশন ফর প্রোডাকশন এন্ড চাইল্ড রাইটস্ এবং স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এদিন প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিসোর্স পার্সন সোনাক্ষী রাধিকা, ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা।

ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানান, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু দেখা যাচ্ছে শিশু পাচারের ঘটনা সংঘটিত হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগ জনক বিষয়। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে শিশু পাচারের ঘটনা রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিশুর সুরক্ষার জন্য পাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সচেতন হতে আজকের এই কর্মশালায় আলোচনা করা হয়। তিনি আরো জানান, শিশুরা অবুঝ হয়। তাই এ বিষয়ে করে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন স্থানে সচেতন মূলক কর্মসূচিও আয়োজন করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!