স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : গত দুদিন আগে ভারতীয় জনতা পার্টির সহ-সভানেত্রী পাতাল কন্যা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন এডিসি -তে দুর্নীতি হচ্ছে। কেন্দ্র থেকে যে পয়সা এডিসি -র জন্য দেওয়া হচ্ছে সে টাকা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এর জন্য তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ এবং তার টিম এডিসি পরিচালনা করতে পুরোপুরি ভাবে ব্যর্থ।
তাই অবিলম্বে প্রদ্যোত কিশোর দেববর্মনের পদত্যাগের দাবি জানায় প্রদেশ যুব কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রদেশ যুবক কংগ্রেসের সভাপতি নিলকমল সাহা। তিনি বলেন, সম্প্রতি এ ডি সি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ঘটে যায় নজির বিহীন ঘটনা। পরীক্ষার আগেই ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। বাধ্য হয়ে এডিসি প্রশাসন পরীক্ষা পিছিয়ে দেয়। এইবার এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সিবিআই তদন্তের দাবি জানায় প্রদেশ যুব কংগ্রেস। আরো বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের করতে হবে। তিনি আরো বলেন, ইন্টারভিউ বোর্ডের পক্ষ থেকে রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনি এলাকার এক জেরক্সের দোকানে প্রশ্নপত্র ছাপানোর জন্য দেওয়া হয়েছিল। এ ঘটনায় চয়ন সাহা নামে একজন গ্রেপ্তার হয়েছে পশ্চিম থানার পুলিশের হাতে। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো প্রশ্নপত্র ছাপানোর জন্য এডিসি প্রশাসনের কাছে কি একটি জেরক্স মেশিন নেই?