স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : মুঙ্গিয়াকামী এলাকায় নেশা বিরোধী অভিযানে আটক প্রচুর পরিমাণে ফেন্সিডিল, গাঁজা। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আই.পি.এস সুদাম্বিকা আর জানান, পুলিশের এই অভিযানের মধ্য দিয়ে মুঙ্গিয়াকামী এলাকার তথাকথিত মাদক মাফিয়া সঞ্জয় গান্ধী দেববর্মা সহ তার দুই সহযোগীকে জালে তুলেছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়। আটক হওয়া নেশা সামগ্রী মধ্যে রয়েছে ১২,০১৮ বোতল ফেন্সিডিল, ৪ কেজি শুকনো গাঁজা। আটককৃত এই অবৈধ নেশা সামগ্রী গুলির কালো বাজারি মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করছে পুলিশ।