Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপ্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার আরো এক

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার আরো এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : ঘোলা জলে মাছ ধরতে চাইছে পুলিশ। সম্প্রতি জাতীয় স্তরের পরীক্ষা থেকে শুরু করে রাজ্যের এডিসি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে উঠে এসেছে। সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন না করার কারণে এবং নিয়োগ সম্পর্কে অনভিজ্ঞ হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে সারা রাজ্যে।

এরই মধ্যে বিশালগড় থানার পুলিশ অমিত দেববর্মা নামে এক অভিযুক্তকে জালে তুলেছে। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জী এ বিষয় নিয়ে স্পষ্ট কিছু বলেন নি সংবাদ মাধ্যমকে। তবে তিনি জানিয়েছেন, জাতীয় স্তরে একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় পশ্চিম আগরতলা থানার একটি মামলা হয়েছিল। এই মামলার অভিযুক্ত অমিত দেববর্মা পলাতক ছিল। তাকে বিশালগড় থানার পুলিশ আটক করেছে। উল্লেখ্য, NEET-UG ২০২৪ এর পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়ে গিয়েছিল। অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলছে রাজ্যের ছাত্র সংগঠন গুলি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য