স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : রবিবার দুপুরের নাগাদ হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন বিশ্বাস পাড়া এলাকা থেকে উদ্ধার একটি শিশু। রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক সেলুন কর্মী সহ এলাকাবাসী। কিন্তু শিশুটির শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকা তার নাম এবং বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছিল না। এলাকাবাসীর শিশুদেরকে নিয়ে আমতলী থানায় যায়।
সেখানে পুলিশের হাতে তুলে দেয় বলে খবর। শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার বছর হবে। তবে শিশুদের কোথা থেকে এলাকায় এসেছে সেটা কেউ বুঝে উঠতে পারছে না। এদিকে যতদূর জানা যায় এলাকায় কোন শিশু নিখোঁজের ঘটনাও নেই। এখন দেখার বিষয় পুলিশ শিশুটির মা-বাবাকে খুঁজে বের করতে কতটা সফল হয়।