স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : চিনি পাচারকালে বিএসএফ-এর গুলিতে নিহত এক বাংলাদেশী পাচারকারী। ঘটনা কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। নিহত বাংলাদেশী পাচারকারীর নাম আনোয়ার হোসেন, বয়স ৪৫ বছর। তার বাড়ি বাংলাদেশের বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে সিমান্ত এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় রবিবার সকালে ভারত-বাংলাদেশ সিমান্ত দিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায়।
এতে নিহত হয় এক পাচারকারী। মৃত পাচারকারীর নাম আনোয়ার হোসেন, বয়স ৪৫ বছর। তার বাড়ি বাংলাদেশের বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামে। স্থানীয় এক ব্যক্তি জানান এইদিন সকালে প্রথমে তিনি একটি গুলি চালানোর শব্দ শুনতে পান। তার ঠিক ৩০ মিনিট পরে আরও একটি গুলির শব্দ পান। তখন জানতে পারেন সিমান্ত এলাকায় একজন বাংলাদেশী ব্যক্তির মৃতদেহ পরে রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কলমচৌরা থানার পুলিশ। পরবর্তী সময় সিপাহীজলা জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ভারতীয় ভূখণ্ড থেকে মৃতদেহ উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এক পুলিশ অফিসার জানান ভারতীয় ভূখণ্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু চিনি উদ্ধার হয়েছে। মৃতদেহের ময়না তদন্ত শেষে আইন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় ময়না তদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।