স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : ১৬ মার্চ অর্থাৎ বুধবার থেকে রাজ্যে শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের কোভিড টিকাকরন কর্মসূচি। ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের কোরভিভ্যাক্স টিকা প্রদান করা হবে। মঙ্গলবার বিকালে রাজধানীর উজান অভয়নগরস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল।
কোরভিভ্যাক্স টিকার প্রতিটি ভায়েল ২০ ডোজের। এক জনের জন্য প্রতি ডোজ হবে ০.৫ এম.এল। প্রথম ডোজ প্রদানের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। কোরভিভ্যাক্স টিকা শুধুমাত্র ১২ বছর কিংবা তার বেশি বয়সী ছেলে মেয়েরা নিতে পারবে। তাই টিকা প্রদানের সময় সুবিধাভোগীর বয়স ১২ বছর পূর্ণ হয়েছে কিনা যাচাই করা হবে। যাদের জন্ম ২০১০ সালের ১৫ মার্চ কিংবা তার আগে তারা প্রত্যেকে ১৬ মার্চ অর্থাৎ বুধবার থেকে টিকা গ্রহণ করতে পারবে। সুবিধাভোগীরা শুধুমাত্র সরকারী টিকাকরনকেন্দ্র গিয়ে এই টিকা নিতে পারবে। টিকা গ্রহণের জন্য কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে। সুবিধাভোগীরা টিকাকরন কেন্দ্রে সরজমিনে গিয়েও নাম নথিভুক্ত করতে পারবে। যেহেতু ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে মেয়েরা বিদ্যালয়ে পাঠরত তাই তাদেরকে টিকাকরনের আওতায় নিয়ে আসার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। রাজ্যে ১ লক্ষ ৩৯ হাজার কোরভিভ্যাক্স টিকার ডোজ মজুত রয়েছে বলে জানান তিনি।