স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষার সূচী ঘোষণা করেছে টি বি এস সি। মঙ্গলবার পর্ষদ কার্যালয়ে পরীক্ষা সূচী সম্পর্কে জানান সভাপতি ডা. ভবতোষ সাহা। তিনি জানান মাধ্যমিক পরীক্ষার টার্ম টু শুরু হবে আগামী ১৮ এপ্রিল। প্রথম দিন হবে ইংরেজী বিষয়ের পরীক্ষা।
মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৬ মে। মাদ্রাসা আলিমের পরীক্ষা একই সময় শুরু হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষা শুরু হবে ২৫ এপ্রিল থেকে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হবে ২৩ মে। মাদ্রাসা ফাজিল আর্টস পরীক্ষা একই দিনে শুরু হলেও তা শেষ হবে ১৯ মে। মাদ্রসা ফাজিল থিওল্যাজি পরীক্ষা শুরু হবে ২৫ মে এবং শেষ হবে ১৭ মে। টার্ম ওয়ানের মতই টার্ম টু পরীক্ষার প্রশ্নপত্র হবে বলে জানান তিনি। পরীক্ষা কেন্দ্র ও ভ্যানু অপরিবর্তিত থাকবে বলেও জানান।