Friday, October 18, 2024
বাড়িরাজ্যদিল্লিতে ত্রিপুরা ভবনের জমি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ত্রিপুরা ভবনের জমি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : নয়া দিল্লীর দ্বারকার সেক্টর-১৭’তে ত্রিপুরা ভবনের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। গত ৭ই মার্চ দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি ত্রিপুরা ভবনের জন্য ২৯৩০ বর্গ মিটার জমি হস্তান্তর করেছে। আগামী কিছু দিনের মধ্যেই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী উপস্থিত আধিকারিকদের অত্যাধুনিক এবং উন্নতমানের ভবন নির্মাণের নির্দেশ দেন।

উল্লেখ্য, বর্তমান সরকার রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা সিদ্ধান্ত নেয় দিল্লিতে রাজ্য বাসের সাথে আরেকটি ত্রিপুরা ভবন স্থাপন করার। যাতে ত্রিপুরা থেকে পর্যটকরা এবং চিকিৎসার জন্য যাওয়া রোগীর পরিবার পরিজন সুবিধা পায়। সেই কথা মাথায় রেখে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি গ্রহণ করেছিল বর্তমান সরকার। এ সিদ্ধান্ত বর্তমানে বাস্তবায়ন হওয়ার পথে। বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অত্যন্ত গুরুত্বসহকারে মিশন মুডে কাজ শুরু করার জন্য এদের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকদের। কাজ যাতে সঠিক সময়ে শেষ হয় তার জন্য অবগত কয়েকজন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ভবন স্থাপন হলে রাজ্যবাসী আরো বেশি উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য