Saturday, January 25, 2025
বাড়িরাজ্যদুঃসাহসিক চুরির কান্ডে গ্রেপ্তার ১

দুঃসাহসিক চুরির কান্ডে গ্রেপ্তার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : নেশার টাকা জোগাড় করতে এক বাড়িতে দুঃসাহসিক চুরির কান্ড সংগঠিত করেছে এক যুবক। ঘটনা উদয়পুর ধজ্জনগর পুলিশ লাইনস্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকায়। বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ উদয়পুর ধজ্জনগর পুলিশ লাইন স্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ডেলি জমাতিয়ার বাড়িতে ১৩,০০০ টাকা, দুইটি মোবাইল চুরি করে নিয়ে যায় চোর।

 পরবর্তী সময় ডেলি জমাতিয়া রাধাকিশোর পুর থানা এসে মামলা করেন। পরে পুলিশ মামলা হাতে নিয়ে দেড় ঘন্টার মধ্যে এলাকার হান্তে জমাতিয়া আটক করে। বৃহস্পতিবার হান্তে জমাতিয়াকে জেলা জজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য