Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিচার চেয়ে বিলোনিয়া আদালতে দ্বারস্থ দম্পতি

বিচার চেয়ে বিলোনিয়া আদালতে দ্বারস্থ দম্পতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : জমি জবর দখল করে ভিটা মাটি থেকে উচ্ছেদ করার চেষ্টার ঘটনায় বিলোনিয়া আদালতে দ্বারস্থ দম্পতি। এই ঘটনা শান্তির বাজার মহকুমাধীন বাইখোরা সুভাষ কলোনি এলাকায়। এ বিষয়ে শ্যামল সরকারের কাছ থেকে জানা যায়, আদালতে মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা বাঁধা দিলে প্রাননাশের হুমকি দিয়ে চলেছে বলে অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত শনিবার রাতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনা সংঘটিত করা হয়।

 কিন্তু টের পাওয়ার পর পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে প্রানে বেঁচে যায়। যদিও এই দম্পতি শান্তিরবাজার থানায় দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অসহায় পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার। তাদের অভিযোগ শান্তিরবাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার, রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার। মামলা করার পাশাপাশি বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখোরা সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার। জানা যায়, শ্যামল সরকার চল্লিশ বছর যাবৎ বাইখোরা তহশীলের লাউগাং মৌজায় বসবাস করে আসছে। কিন্তু প্রদীপ মজুমদার, শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভুমি বন্দোবস্ত করে নেয় বলে অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য