Sunday, May 25, 2025
বাড়িরাজ্যদুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে শামিল হল মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা

দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে শামিল হল মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : গত ১ জুন রাতের বেলা আগরতলা সরকারি মেডিকেল কলেজের ছাত্র দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়। জিবি হাসপাতালে বাইক পার্কিং করার সময় কয়েকজন যুবকের সাথে বাক বিতন্ডা ঘিরে ছাত্রের সাথে এই ঘটনাটি সংগঠিত হয়।

 তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে আহত ছাত্র। এই ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভের সামিল হয় কলেজের পাঠরত ছাত্র-ছাত্রীরা।

 তারা জানান এভাবে যদি রাজ্যের চিকিৎসক ও ছাত্রছাত্রীরা আক্রান্ত হয় তাহলে আগামী দিনে তারা পরিষেবা দিতে পারবে না। তাই তাদের নিরাপত্তার দাবি তুলে অভিযুক্ত তিন থেকে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করার দাবি জানান। পাশাপাশি আরো বলেন গোটা ঘটনা চিঠি দিয়ে এম এস এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জানানো হয়েছে। তারা আশ্বস্ত করেছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!