Tuesday, July 29, 2025
বাড়িরাজ্যপ্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : সোমবার প্রকাশিত হলো ২০২৪ শিক্ষাবর্ষের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপে প্রথম হয়েছে আয়ুষ্কর নাথ, দ্বিতীয় হয়েছে সাগ্নিক পুরকায়স্থ এবং তৃতীয় হয়েছে পার্থসারথি রায়। পিসিবি গ্রুপে প্রথম হয়েছে সায়ন মজুমদার, দ্বিতীয় হয়েছে তিলোত্তমা ঘোষ এবং তৃতীয় হয়েছে মুখথাঙ্গ দেববর্মা।

সোমবার শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ত্রিপুরা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রাজা চক্রবর্তী। তিনি জানান, গত ২ মে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়। এ বছর পরীক্ষার জন্য আবেদন করেছিল ৫,৯৭৭ জন ছাত্রছাত্রী। এর মধ্যে পিসিএম গ্রুপে ছিল ২২৬৮ জন ছাত্রছাত্রী। পিসিবি গ্রুপে ছিল ৪,৮৬৮ জন ছাত্র-ছাত্রী। এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছর থেকে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবং উল্লেখযোগ্য বিষয় হলো ছেলেদের থেকে এবার মেয়েদের সংখ্যা ছিল বেশি। তিনি আরো জানান, সোমবার বিকেলে বোর্ডের ওয়েব সাইটে ফলাফল প্রকাশিত করা হয়েছে। মঙ্গলবার খবরের কাগজে ফলাফল প্রকাশ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!