Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ কর্মী হেনস্তার সাথে যুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তরের...

বিদ্যুৎ কর্মী হেনস্তার সাথে যুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : সম্প্রতি আগরতলা আদালতে টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় আইনজীবীরা আদালত ছেড়ে রাস্তায় নামেন আন্দোলনে। তখন সেখানে যান অপু পাল নামে বিদ্যুৎ নিগমের এক সিনিয়র ম্যানেজার। তখন অপু পালকে টেনে একা আইনজীবী আদালতে নিয়ে যায়।

সেখানে আটক করে রাখা হয়। তাতেই তেলে বেগুনে জলে উঠেছেন দপ্তরের কর্মী থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা। সোমবার অপু পালকে হেনস্তার সাথে যুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার্স ফোরাম ত্রিপুরা। ফোরামের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশনও প্রদান করে। তাদের দাবি অপু পালকে হেনস্তা করার সাথে যুক্ত আইনজীবীকে গ্রেপ্তার করতে হবে। ফোরামের এক সদস্য জানান সোমবারের আন্দোলন ট্রেইলার, পিকচার আভি বাকি। আগামী দিন তারা কি করবে কেউ ভাবতে পারবে না। তিনি ঠিক বলেছেন পিকচার আভি বাকি। বিদ্যুৎ-এর বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারন জনগণ। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ যখন ঘটবে তখন আসল পিকচার দেখতে পাবে বিদ্যুৎ নিগমের কর্মী থেকে আধিকারিকরা। জনগণের টাকায় মাসের শেষে বেতন পেয়ে থাকেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অথচ পরিষেবা থেকে বঞ্চিত সেই জনগণ। তাহলে জনগণের সাথে যে অন্যায় হচ্ছে দিনের পর দিন তার বিচার কে করবে। উত্তরটা দিতে পারবেন তো বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার থেকে কর্মীরা?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য