Sunday, January 19, 2025
বাড়িরাজ্যভিআইপি রোডে পৃথক দুর্ঘটনা

ভিআইপি রোডে পৃথক দুর্ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : ট্রাফিক প্রশাসনের কুম্ভ-নিদ্রায় আগরতলা শহরে ভিআইপি রোডে বাড়ছে যান দুর্ঘটনা। অস্বাভাবিক গতিতে ছুটছে দুরন্ত বাইক। হেলমেট বিহীন যুবকদের বাইক চালানোর রুমহর্ষক ঘটনা প্রত্যক্ষ করেও হুশ ফিরছে না ট্রাফিক প্রশাসন এবং এনসিসি থানার পুলিশের। সোমবার দুপুরে গোর্খাবস্তি এলাকায় এক দুরন্ত বাইকের কারণে দুর্ঘটনায় পরল পি ডব্লিউ ডি (ডি.ডাব্লিউ.এস) -এর এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি।

 গাড়ির ভেতরে থাকা আধিকারিক রাজীব মজুমদার জানান, বোলেরো গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী বাইক এসে এই বুলেরো গাড়ির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ছিটকে পড়ে বাইক চালক। তারপর খবর দেওয়া হয় এনসিসি থানার পুলিশকে। পুলিশ এসে বাইকটি আটক করে। আধিকারিক রাজীব মজুমদার জানান বাইকটি দ্রুত গতিতে না থাকলে আজকে এই ঘটনা সংগঠিত হতো না। বুলেরো গাড়ির নম্বর টি আর ০১ কে ২১৪২। অপরদিকে হাইকোর্ট সংলগ্ন এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে বলে দাবি গাড়ি চালকের। ইকো গাড়িটির নম্বর টি আর ০১ এ ডব্লিউ ০৭৪১ । গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য