স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক যুবক। ঘটনা রবিবার বিশালগড় রেল স্টেশনে। আহত যুবকের নাম সবুজ দাস, বাড়ি আগরতলায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা।
তারা আহত যুবককে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। দমকল কর্মীরা জানান তার অবস্থা গুরুতর। দেহের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়েছে। তবে কিভাবে এই ঘটনার সংগঠিত হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসতে পারে ঘটনার আসল রহস্য।