Sunday, May 25, 2025
বাড়িরাজ্যসিপাহীজলা জেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা...

সিপাহীজলা জেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা : জেলা পুলিশ সুপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : আগামী ৪ জুন দেশে অনুষ্ঠিত হবে অষ্টাদশ লোকসভার ভোট গণনা। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের কুড়িটি গণনা কেন্দ্রের মধ্যে সিপাহীজলা জেলার তিনটি স্থানে অনুষ্ঠিত হবে মোট নয়টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। সিপাহীজলা জেলার তিনটি ভোট গণনা কেন্দ্র হচ্ছে বিশালগড় মহাকুমা শাসক অফিসে বিশালগড়, কমলা সাগর এবং চড়িলাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে।

 জম্পুইজলা মহকুমা শাসক অফিসে ভোট গণনা হবে টাকারজলা এবং গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের। সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে গণনা হবে মহাকুমার চারটি বিধানসভা কেন্দ্র ২০ বক্সনগর, ২১ নলছড়, ২২ সোনামুড়া এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের। গণনাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সেখানে শাসক এবং বিরোধী দলের সমর্থকদের জন্যও আলাদা আলাদা স্থানের ব্যবস্থা করা হয়েছে যেখানে সমর্থকরা জড়ো হবে।

 রবিবার সিপাহীজলা জেলা পুলিশ সুপারের অফিসে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে উক্ত বিষয়গুলি বিস্তারিত তুলে ধরেন জেলা পুলিশ সুপার ডি জে রেড্ডি। তিনি সংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান, প্রতিটি রাজনৈতিক দলের নেতা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজে হাত বাড়ায়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন তারা লিপ্ত না হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!