স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : খেলাধুলা হল একমাত্র মাধ্যম যার মাধ্যমে যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ, চরিত্র গঠন এবং জাতীয় সংহতি রক্ষায় এগিয়ে নেওয়া যায়। এর জন্য ক্রীড়া দপ্তর এবং শারীর শিক্ষার শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা শারির শিক্ষক কর্মচারী সংঘ ও যুব বিষয়ক ক্রীড়া কর্মী সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
যারা চায়না রাজ্যের প্রকৃত উন্নয়ন, যুবকদের কর্ম সংস্থান, ক্রীড়া দপ্তরের উন্নয়ন তাদের একটা অংশ জটিলতা তৈরি করতে চাইছে। তাদের মতন করে তৈরির দাবি জানাচ্ছে। রাতারাতি সমস্ত বঞ্চনা দূর করা কোন সরকারের পক্ষে সম্ভব নয়। তারপরেও বর্তমান সরকার সিমিত ক্ষমতার মধ্যে থেকে কর্মচারীদের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করছে। কোন কর্মচারী বঞ্চিত হবে না। তবে সমস্ত কর্মচারীদের মানসিকতা থাকতে হবে এটা তাদেরও সরকার। আগামী দিনে নতুন চিন্তা ভাবনা ও কর্মদ্যোগী হয়ে এগিয়ে যেতে হবে। ক্রীড়া দপ্তরকে সফল দপ্তর হিসাবে আত্ম প্রকাশ ঘটাতে উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে। কোন একটি অংশকে বঞ্চিত করে উন্নয়ন সম্ভব নয়। উপস্থিত ছিলেন টি সি এ-র সভাপতি ডাঃ মানিক সাহা, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।