Saturday, February 8, 2025
বাড়িরাজ্যশান্তিপূর্ণ মহাকরণ অভিযান করতে চায় চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা

শান্তিপূর্ণ মহাকরণ অভিযান করতে চায় চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : ১৪ মার্চ জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ -এর মহাকরণ অভিযান। মহাকরণ অভিযান সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে সংঘটিত হবে। এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য এদিন সময় চাওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর অফিস থেকে পাওয়া যায়নি। তাই ধরে নেওয়া হচ্ছে এদিন মুখ্যমন্ত্রী চাকুরীচুত্য শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা করে তাদের সমস্যার বিষয়ে অবগত হবেন।

 মুখ্যমন্ত্রী চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সমস্যা সমাধান করে স্থায়ী ব্যবস্থা করবে বলে আশাবাদী। রবিবার আগরতলা প্রেসক্লাব সংলগ্ন পার্কে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা। তিনি আরো জানান এ দিন যাতে কোনরকম আইন-শৃংখলার বিঘ্নিত না হয় তার জন্য সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য আহ্বান জানান তিনি। এদিন তিনি আরও বলেন উচ্চ আদালত থেকে যাদের জাজমেন্ট পেয়েছে তারা চাকরি করছেন, আর যারা কোনরকম নোটিশ পায়নি তারা চাকরি থেকে বিতাড়িত। সাধারন জনগন হিসেবে এখন আর আইনের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। শীর্ষ আদালতে আরটিআই করে জানা গেছে সে মামলায় নেই বর্তমানে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। এ বিষয়গুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এবং সমস্যা সমাধান করবেন মুখ্যমন্ত্রী বলে আশাবাদী চাকরিচ্যুতির শিক্ষক-শিক্ষিকারা বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য