Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যধর্মঘট সফল করতে ব্যাংক কর্মীদের সভা

ধর্মঘট সফল করতে ব্যাংক কর্মীদের সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : রবিবার ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে ধর্মঘট সফল করতে এক সভা অনুষ্ঠিত হয়। গত ১০ নভেম্বর নয়া দিল্লি যন্তর মন্তরে অনুষ্ঠিত হয় ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন স্বতন্ত্র ফেডারেশন এবং এসোসিয়েশনের জাতীয় সম্মেলন। সম্মেলন থেকে কেন্দ্রীয় শ্রমিক বিরোধী এবং দেশবিরোধী স্বৈরাচারী পদক্ষেপের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়

। সিদ্ধান্ত হয় আগামী ২৮ এবং ২৯ মার্চ দু’দিন ব্যাপী সাধারণ ধর্মঘটের। ধর্মঘটে সামিল হয় ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন ত্রিপুরা। ধর্মঘটে আওয়াজ তোলা হবে ব্যাংক বেসরকারিকরণ করা, ব্যাংক আমানত পরিষেবার দায় সরকারকে নিতে হবে, ব্যাংক চার্জ বানানো চলবে না, আমানতের উপর সুদের হার বাড়াতে হবে বলে ১৩ দফা দাবি তোলা হবে। তিনি আরো জানান, এ ধর্মঘটে ব্যাংক বাঁচানো এবং দেশ বাঁচানো ও মানুষ বাঁচানোর লড়াই। কারণ ব্যাংক লাভের চলছে। সুতরাং ব্যাংক বেসরকারিকরণ করার কোন রকম যুক্তি নেই। লক্ষ লক্ষ কোটি টাকা দেশের নামীদামী করপোরেটরা ফেরত দিচ্ছে না। দেউলিয়া আইন এর মধ্য দিয়ে তারা ঋণের ছাড় পেয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলেন সংগঠনের নেতা জহর দে। ব্যাঙ্ক ধর্মঘট সফল করতে আগামী ২২ এবং ২৩ মার্চ আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য