স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : লায়ন্স ক্লাবের সদস্যরা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি। নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত ও সফল। কিন্তু তারা রাজনীতিতে আসতে চান না। এই মানসিকতা ২০১৪ সালের আগ পর্যন্ত বেশী ছিল। কিন্তু বর্তমানে এই ধ্যান ধারনা পাল্টেছে। সরকারের সঙ্গে জুরে থাকতে হবে। শনিবার রবীন্দ্র ভবনে লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশনালের চতুর্থ বার্ষিক জেলা সম্মেলনের সূচনা করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকার ও মুখ্যমন্ত্রী কি করছে সেই বিষয়ে অবগত থাকতে হবে। নাহলে অনেক কিছু অধরা থেকে যাবে।
সচেতন জনতা সচেতন রাজ্য ও রাষ্ট্র তৈরি করতে পারে। এই সমস্ত কিছু সোস্যাল মিডিয়ার মাধ্যমে সকলেই অবগত হতে পারবেন। সচেতন ভারতবাসী হিসাবে এই সমস্ত কিছু সম্পর্কে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। ২০৪৭ সাল পর্যন্ত রূপরেখা তৈরি করেছে রাজ্য সরকার। দেশের মুখ্যমন্ত্রীরা কি করছে সেই বিষয়ে সম্যক জ্ঞান রাখার জন্য বলেন। এখন বিশ্ব পাল্টে গেছে। জাত পাত, পন্থের রাজনীতি শেষ। শেষ হয়েছে পরিবার তন্ত্র , পিসি ভাইপোর রাজনীতি। তাদের অস্বীকার করেছে। মহিলাদের অগ্রাধীকার দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই পথে চলছে রাজ্য সরকার। এর আগের সরকার মহিলাদের জন্য চিৎকার করত। তাদের দিয়ে মিছিল করাতো। কিন্তু কাজের কাজ কিছুই করেনি বলে জানান মুখ্যমন্ত্রী। মহিলা স্ব শক্তি করণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ট্যুইট দেখার জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। আজকে ভারতের ক্ষমতা গোটা বিশ্ব দেখছে। ইউক্রেন জুদ্ধে ভারতীয়দের ফিরিয়ে আনতে রাশিয়াকে বলার পর তারা যুদ্ধ বিরতির ঘোষণা দেয় সাময়িক সময়ের জন্য। এটা আগে কেউ কল্পনা করতে পারেনি।
ভারতীয়দের এটা বড় সম্মান। চার রাজ্যে ইতিহাস তৈরি করে ক্ষমতা দখল করেছে বিজেপি। আগে সংখ্যা লঘু সরকার তৈরি করত জনগণ। এখন সেই দ্বিধা থেকে বেরিয়ে এসেছে দেশের মানুষ বলেও জানান তিনি। আসাম, শিলচর থেকে প্রতিনিধিরা এই জেলা সম্মেলনে অংশ গ্রহণ করেন। সরকারী সুযোগ সুবিধা ও সিদ্ধান্ত গুলিকে আরও বেশী করে মানুষের কাছে জানানোর মাধ্যমে অন্যকে সুযোগ নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার বিশেষ আহ্বান জানান মুখ্যমন্ত্রী।