Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যগোয়ালা বস্তি থেকে আটক পাঁচ নেশা কারবারি

গোয়ালা বস্তি থেকে আটক পাঁচ নেশা কারবারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : এক মহিলার সহ পাঁচজন নেশা কারবারিকে জালে তুললো এন.সি.সি থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে আটক ৪০০ কৌটা ব্রাউন সুগার সহ নগদ ১ লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা। তাদের গোয়ালা বস্তি থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে গোয়ালা বস্তিতে নেশায় কারবারিরা ড্রাগস বিক্রি করছে।

 সে অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে প্রত্যক্ষ করে তারা ড্রাগস বিক্রি করছে এলাকায়। পুলিশ তাদের আটক করে প্রত্যক্ষ করে তাদের কাছে ৪০০ কৌটা ড্রাগস, ৩ হাজার ড্রাগসের খালি কৌটা এবং এক লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা। পুলিশ এইগুলি উদ্ধার করে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেয়। ধৃতরা লাল কৃষান রায়, রাহুল সাহা, লাল বাবু রায়, গৌড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। তারা সকলে গোয়ালা বস্তি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে আটক নেশা সামগ্রী মূল্য হবে তিন লক্ষাধিক টাকা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য