স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : ৪ জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। ভোট ফলাফল গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ের গণনা কেন্দ্র পরিদর্শনে করলেন রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগারওয়াল। এদিন প্রায় ১১ টার নাগাদ সোনামুড়ায় যান তিনি। গণনা কেন্দ্রের প্রস্তুতি পরিদর্শন করেন।
এখানে ভোট গণনা হবে বিশালগড় মহকুমার ৪ টি বিধানসভা কেন্দ্রের। ২০ বক্সনগর ,২১ নলছড়, ২২ সোনামুড়া এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের। ভোট গণনাকে কেন্দ্র করে সোনামুড়া গণনা কেন্দ্রর প্রস্তুতি সন্তোষজনক বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। যেসকল কাজগুলোতে বাকী রয়েছে সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগারওয়াল। ভোট গণনা কেন্দ্র গুলিতে থাকবে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলে জানান তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন সিপাহী জলা জেলা শাসক , জেলা পুলিশ সুপার, সোনামুড়া মহকুমা শাসক প্রমুখ।