Sunday, September 8, 2024
বাড়িরাজ্যঅস্থায়ী শিবিরে গিয়ে মানুষের খোঁজ-খবর নিলেন মেয়র

অস্থায়ী শিবিরে গিয়ে মানুষের খোঁজ-খবর নিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : গত দুদিনের প্রবল বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন এলাকা এখনো আংশিক জলমগ্ন। অস্থায়ী শিবিরে রয়েছে বহু মানুষ। বুধবার দুপুরে রাজধানীর ঋষি কলোনি এলাকা ও এলাকার অস্থায়ী শিবির পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। কথা বলেন অস্থায়ী শিবিরের মানুষজনদের সাথে। সঠিকভাবে তারা খাবার পাচ্ছে কিনা সেই বিষয়ে অবগত হন।

 পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা পুর নিগমের ১৩ নং ওয়ার্ডের কুড়ি নং বুথের ঋষি পল্লী মধ্যদীপ এলাকা পরিদর্শনে এসে অস্থায়ী শিবিরের মানুষের খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের পাশে রয়েছে সরকার এবং ভারতীয় জনতা পার্টি। যতক্ষণ না পর্যন্ত এলাকা জল মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা যাতে অস্থায়ী শিবিরে থাকতে পারে তার জন্য বন্দোবস্ত করা হয়েছে। মেয়র আরো জানান, এলাকার একটি ব্রিজ ব্যাপক বিপদজনক অবস্থায় রয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কারের হাত লাগানো হবে। মেয়র আরো বলেন, এলাকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার অত্যন্ত বদ্ধপরিকর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য