Friday, December 6, 2024
বাড়িরাজ্যবিদ্যুতের দাবিতে পথ অবরোধ

বিদ্যুতের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : বিদ্যুতের দাবিতে মনু-ছামনু রাস্তা অবরোধ করলো এলাকাবাসী। অভিযোগ লংতরাইভ্যালী মহকুমার ময়নামা এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ।

ঘটনার বিবরনে জানা যায় বিগত তিনদিন যাবত বিদ্যুৎহীন গোটা ময়নামা এলাকা। বারবার ফেডকো অফিসে যোগাযোগ করেও লাভের লাভ কিছুই হয়নি। বাধ্য হয়ে আজ ময়নামা অভার ব্রিজ এলাকায় মনু-ছামনু রোড অবরোধ করে এলাকাবাসী। লংতরাইভ্যালী বিদ্যুৎ পরিষেবা বেসরকারিকরন করে ফেডকো কোম্পানির হাতে তুলে দেওয়ার পর থেকেই বিদ্যুৎ যন্ত্রণা চরম আকার ধারণ করেছে। বিদ্যুৎ লাইন মেরামতির নামের জনকয়েকের পকেট ভারী হলেও কাজের কাজ কিছুই করা হয় না। খবর পেয়ে মহকুমা প্রশাসনের আধিকারিকরা অবরোধস্থলে পৌঁছালেও বিদ্যুৎ না আসা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়ে দেন এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য