Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের চরম গাফিলতি কারণে পথ অবরোধ করলো গ্রামবাসী

বিদ্যুৎ নিগমের চরম গাফিলতি কারণে পথ অবরোধ করলো গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : বিদ্যুৎ নিগমের কর্মীদের চরম গাফিলতির কারণে প্রান হারাচ্ছে মানুষ থেকে শুরু করে গৃহপালিত প্রাণী। এরই মধ্যে দেখা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম চরকবাই এলাকায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটি গৃহপালিত প্রাণী প্রান হারায়। এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎতের তার খুঁটি থেকে ছিঁড়ে যায়।  নিগমের কর্মীরা তারটি একটি খুঁটির সঙ্গে রেখে দিয়ে চলে যায়। পরবর্তী সময় তারটি বিদ্যুৎতের সংযোগ থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। 

 এলাকাবাসীর অভিমত নিগমের খামখেয়ালী পনায় আরো বরসড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। গৃহপালিত পশুর জায়গায় মানুষের প্রান হারাতে হতো আজকের দিনে। এছাড়া এই এলাকায় বিদ্যুৎতের তারের জন্য লোকজনেরা যাতায়তের অসুবিধার সন্মুখিন হতে হয়। বিদ্যুৎতের বিভিন্ন সমস্যার কথা দপ্তরের কর্মী ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানালে তিনি লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। গ্রামবাসী জীবন দেবনাথের ব্যাবহারে মর্মাহত হয়ে নিগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পশ্চিম চরকবাই বাজারে পথ অবরোধে বসে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডি সি এম পবিত্র দাস, ডি সি এম সৌমেন দেব, শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের এস ডি ও প্রনব মজুমদার সহ অন্যান্যারা। তারা সকলে এলাকা পরিদর্শন করেন ও এলাকা থেকে উঠে আসা বিভিন্ন সমস্যা দ্রুততার সাথে সমাধান করার আশ্বাস প্রদান করেন। ডি সি এম -এর আশ্বাস প্রদান করাতে ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধমুক্ত করেন।  অবরোধ শেষে এলাকা পরিদরর্শন করে বিস্তারিত জানালেন ডি সি এম পবিত্র দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য