Sunday, October 27, 2024
বাড়িরাজ্যব্যাংকে অগ্নিকাণ্ড, দোষ চাপলো বিদ্যুৎ নিগমের কর্মীদের উপর

ব্যাংকে অগ্নিকাণ্ড, দোষ চাপলো বিদ্যুৎ নিগমের কর্মীদের উপর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : বিদ্যুৎ নিগমের কর্মীদের চরম উদাসীনতার কারণে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনার সংঘটিত হলো রাজধানীর রামনগর ২ নম্বর রোড স্থিত এস বি আই ব্যাংকে। বিদ্যুতিক পাওয়ার বক্সে আগুন দেখতে পেয়ে ব্যাংকের কর্মীরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে ছুটে আসে আশেপাশে লোকজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে সঠিক সময় মত ঘটনাস্থলে পৌঁছাতে না পারলে আগুন ভয়াবহ আকার ধারণ করত বলে অভিমত দমকল কর্মীদের। তবে বিদ্যুৎ নিগমের কর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ব্যাংক যে বাড়িতে ভাড়া রয়েছে সেই বাড়ির কর্ণধার সমদ্বীপ সিংহ রায়। তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার বিদ্যুতি খুঁটিতে মাঝে মধ্যে আগুন জ্বলে। এলাকার ট্রান্সফরমার দিয়ে বিকট আওয়াজ হয়ে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ বিষয়ে বহুবার বিদ্যুৎ নিয়মে কর্মীদের অবগত করা হলো তাদের কোন হেলদোল নেই। যার কারণে আজকের এই ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান বাড়ির কর্ণধার। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যাংকের কর্মীদের কাছ থেকে দমকল কর্মীরা জানতে পেরেছে প্রায় ১০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য