Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : প্রবল বর্ষণে জলের নিচে তলিয়ে যায় কৃষকের সবজি ক্ষেত। সোমবার প্রবল বর্ষণে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাঙ্গা পানিয়া নদীর জল। ফলে কৃষকদের সমস্ত সবজি ক্ষেত ভাসিয়ে নিয়ে গিয়েছে রাঙ্গা-পানিয়া নদী। চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমুহনী এলাকার দুই ভাই প্রদীপ পাল এবং লিটন পাল ৬০ হাজার টাকা খরচ করে প্রায় ১৭ গন্ডা জমিতে কারকল চাষ করেছিল।

ভালো ফলন হয়েছে কারকলের। মাত্র দুই দিন হয়েছে জমি থেকে তুলে বিক্রি শুরু করেছে দুই ভাই। কিন্তু প্রবল বর্ষণে খেত জলের নিচে চলে যায়। মঙ্গলবার দিন সকালবেলা থেকে গলা সমান জলে নেমে দুই ভাই সমস্ত কাঁকরোল ব্যাগ ভর্তি করে সংগ্রহ করে রাস্তার পাশে রাখে বাজারে বিক্রি করার জন্য। জল জমি থেকে চলে গেলে সমস্ত কাঁকরোল গাছ মরে যাবে বলে জানান দুই ভাই। যার ফলে জমি চাষ করতে গিয়ে যত টাকা ব্যয় করেছে সেই আসল টাকাও কাঁরকল বিক্রি করে আসবে না। যার ফলে ভীষণভাবে চিন্তিত দুই ভাই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য