Tuesday, July 23, 2024
বাড়িরাজ্যপ্রশাসনের চরম গাফিলতিতে বন্যায় দিশেহারা মানুষ, আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে

প্রশাসনের চরম গাফিলতিতে বন্যায় দিশেহারা মানুষ, আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন। হাওড়া নদীর জল মঙ্গলবার সকাল থেকে ফুলে ফেঁপে উঠায় বাড়িঘর ছেড়ে মানুষ আশ্রয় নিতে হচ্ছে নিরাপদ স্থানে। এ দৃশ্য দেখা গেল রাজধানীর বলদাখাল এলাকায়। এলাকার বাড়িঘরে প্রবেশ করেছে বৃষ্টির জল। দুপুরে নাগাদ বাড়িঘর ফেলে রেখে গরু বাছুর নিয়ে অস্থায়ী শিবিরের উদ্দেশ্যে রওনা হয়েছে কাতারে কাতারে মানুষ।

এক ব্যক্তি জানান, সকাল থেকে বাড়িঘরে বৃষ্টির জল প্রবেশ করতে শুরু করেছে। ঘরের ভেতর কোমর জল। নদীর জল ফুলে ফেঁপে উঠায় জল আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই গরু বাছুর নিয়ে কেউ কেউ বাজারে, আবার কেউ কেউ বিভিন্ন স্কুল ও অফিসে এসে হাজির হচ্ছে। কিন্তু কিভাবে রাত কাটাবে সেটা এখনো বুঝে উঠতে পারছে না। তবে জল যেভাবে বেড়ে উঠছে তাতে আশঙ্কা থাকছে তারা আগামী দুদিনেও বাড়িতে যেতে পারবে না। কিন্তু বলদাখাল এলাকা বরাবরই নিম্ন অঞ্চল হওয়ায় বন্যার সম্মুখীন হয়। কিন্তু প্রশাসন মঙ্গলবার সকাল থেকে কোন ধরনের খোঁজখবর তাদের না নেওয়ার পেছনে মূলত চরম গাফিলতি এবং উদাসীনতা বলে মনে করছে এলাকাবাসী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এলাকাবাসীর জন্য কোনরকমে অস্থায়ী শিবিরের ও চিঁড়া গুড়ের ব্যবস্থা করেন প্রশাসন। জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে মাস শেষে মোটা অংকের বেতন পেয়ে কার স্বার্থে কাজ করছে তারা? যেখানে তাদের মাঠে ময়দানে থাকার কথা সেখানে এলাকাবাসীর খবর নিতেই ভুলে গেছে প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য