Sunday, September 8, 2024
বাড়িরাজ্যঝড়ে গাছ ভেঙে পড়ে অবরোধ সিপাহীজলা অভয়ারণ্যের সামনে সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক

ঝড়ে গাছ ভেঙে পড়ে অবরোধ সিপাহীজলা অভয়ারণ্যের সামনে সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : ঘূর্ণি ঝড় রিমালের ব্যাপক প্রভাব পরে রাজ্য জুড়ে। ব্যাপক ঝড়ের ফলে সিপাহীজলা অভয়ারণ্যের সামনে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে মঙ্গলবার সকালে ভেঙ্গে পরে একাধিক গাছ। জাতীয় সড়কে গাছ ভেঙ্গে পড়ার ফলে রাস্তা দিয়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ , বন দপ্তরের কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বন দপ্তরের কর্মীরা রাস্তায় ভেঙ্গে পড়া গাছ দ্রুততার সাথে কেটে ফেলে। পরবর্তী সময় জেসিবি দিয়ে রাস্তা থেকে সরানো হয় গাছ গুলি। তারপর যান চলাচল স্বাভাবিক হয়। বিশালগড় থানার ওসি জানান রাস্তায় গাছ ভেঙ্গে পড়ার ফলে কিছু সময়ের জন্য সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য