Saturday, July 27, 2024
বাড়িরাজ্যআন্তর্জাতিক মিউজিয়াম দিবস উদযাপন

আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : বুধবার রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়। অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন পরিবহন দপ্তরের আধিকারিকরাও। রাজ্যপাল এদিন ত্রিপুরা স্টেট মিউজিয়াম এর কক্ষগুলো ঘুরে দেখেন। তিনি পরিচিত হন রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ও শিল্পকলার সঙ্গে।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, ‘ভগবান বুদ্ধের জন্ম দিবস উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করা হয়। ভগবান বুদ্ধ জনসাধারণকে জীবনে চলার পথ দেখিয়ে গেছেন তাঁর প্রচারিত সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক স্মৃতি, সম্যক দৃষ্টি, সম্যক প্রচেষ্টা, সম্যক সংকল্প ও সম্যক সমাধি নীতির মাধ্যমে। বুদ্ধের প্রচারিত শান্তি, সম্প্রীতি ও অহিংসার বার্তা আজকের পৃথিবীতে খুবই প্রাসঙ্গিক। কেননা বিশ্বের কিছু কিছু অংশ হিংসা ও রক্তক্ষয়ী সংঘর্ষের শিকার হয়ে চলেছে।’ শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল কামনা করেন এই উৎসব যেন ত্রিপুরাবাসীর জীবনে আনন্দ, খুশি, ভালবাসা ও সৌভ্রাতৃত্বের পরিবেশ বয়ে আনে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য