স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করল এলাকাবাসী। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার বনকুমারি এলাকায়। ঘটানার বিবরনে জানা যায়, দীর্ঘদিন ধরেই রাস্তা, জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত লংতরাইভ্যলী মহকুমার ছামনু বিধানসভার আনন্দ রোয়াজা পাড়া, বানচন্দ্র, অরুন্দা, হারিয়ামনি, ম্যজিস্ট্রেট পাড়া সহ মোট ৯।টি গ্রামের মানুষ।
এমনকি এই এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে। তাই উল্লেখিত দাবিতে ছামনু বনকুমারি এলাকায় মনু-ছামনু রাস্তা অবরোধ করে এলাকাবাসী। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নয়টি গ্রামের প্রায় ১২৮৫ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। ফলে মনু-ছামনু ও বনকুমারি থেকে মানিকপুর রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে। উভয় দিকেই শত শত গাড়ি আটকে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকরা পৌছলেও লিখিতভাবে প্রতিশ্রুতি না পেলে পথ অবরোধ তুলবে না বলে জানিয়ে দিয়েছে অবরোধকারিকদের। কোন মীমাংসা না আসতে পারায় প্রায় চার ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও অবরোধ চলছে। অবরোধকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে ই তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল উক্ত সমস্যাগুলি সমাধান করার জন্য। কিন্তু সমস্যা সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। যার কারণে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে।