Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসঙ্কটাপন্ন রোগীকে দীর্ঘ দেড় ঘণ্টা পর জিবি হাসপাতালে নিয়ে আসলো অ্যাম্বুলেন্স, মৃত্যুর...

সঙ্কটাপন্ন রোগীকে দীর্ঘ দেড় ঘণ্টা পর জিবি হাসপাতালে নিয়ে আসলো অ্যাম্বুলেন্স, মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : দীর্ঘ দেড় ঘন্টা পর রোগীকে জিবি হাসপাতালে নিয়ে আসল অ্যাম্বুলেন্স। তারপর রোগীকে জিবি হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করলেন। ঘটনাটি ঘটেছে শনিবার সাত সকালে। অটো উল্টে মৃত্যু হয় এক অটো চালকের। মৃত অটো চালকের নাম জীবন চন্দ্র শীল, বয়স ৩৬ বছর। ঘটনা শনিবার সকালে বিশালগড়ের গোলাঘাটি এলাকায়। মৃত অটো চালকের এক সহ কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় এইদিন সকালে জীবন চন্দ্র শীল তার অটো নিয়ে গোলাঘাটি অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল।

গোলাঘাটি বাজার সংলগ্ন মডার্ন ক্লাবের সামনে যাওয়ার পর একটি কুকুর আচমকা অটোর সামনে চলে আসে। কুকুরটিকে বাচাতে নিয়ে জীবন চন্দ্র শিলের অটো উল্টে যায়। এসে সে আহত হয়। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় দয়ারাম পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। তারপর সিটি স্ক্যান করে রোগীকে আর কোন চিকিৎসাই করা হয়নি। শয্যায় ফেলে রাখা হয়েছিল। ধীরে ধীরে রোগীর অবস্থা আরো বেশি সংকটাপন্ন হয়ে পড়ে। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সের কারনে প্রায় দেড় ঘণ্টা পর জীবন চন্দ্র শীলকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পর সে মৃত্যুর কোলে ঢলে পরে। পরে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিমত যদি সঠিক সময় মত জিবি হাসপাতালে জীবনকে নিয়ে আসা যেত তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত। সঠিক সময় মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য