Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমৈত্রী সংসদের আয়োজন

মৈত্রী সংসদের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিনকে সামনে রেখে ২৪, ২৫, ও ২৬ মে তিন দিন ব্যাপী একাধিক কর্মসূচি হাতে নিয়েছে মৈত্রী সংসদ। তিন দিন ব্যাপী কর্মসূচিকে সফল করার লক্ষ্যে গঠন করা হয়েছে একটি কমিটি। এই কমিটির সভাপতি হলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সহসভাপতি হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী।

কমিটির পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী বলেন ২৪ মে রাজ্যে আসবেন দেশ বিদেশের শিল্পী, লেখক, সাহিত্যিক ও সাংবাদিকরা। সেইদিন সন্ধ্যায় ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হবে সৌহাদ্য সম্মিলন। ২৫ মে সকালে রবীন্দ্র ভবনের সামনে থেকে অনুষ্ঠিত হবে প্রভাত ফেরি। সেইদিন বিকাল তিন টায় রেন্টার্স সোসাইটিতে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের মূর্তির আবরণ উন্মোচন করা হবে। এই আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায় সহ অন্যান্যরা। ২৬ মে রবীন্দ্র ভবনে দুপুর ১ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য