Sunday, September 8, 2024
বাড়িরাজ্যরেল পরিষেবা উন্নত করা এবং বিমান ভাড়া নিয়ন্ত্রণে আনার দাবিতে ডেপুটেশন বাম...

রেল পরিষেবা উন্নত করা এবং বিমান ভাড়া নিয়ন্ত্রণে আনার দাবিতে ডেপুটেশন বাম ছাত্র, যুবদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : অস্বাভাবিক বিমান ভাড়া নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা গ্রহণ করা, ট্রেন গুলিতে যাত্রী পরিষেবা উন্নত করার দাবিতে শুক্রবার পরিবহন দপ্তরের কমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই, এসএফআই রাজ্য কমিটি নেতৃত্ব ও টি ওয়াই এফ, টি এস ইউ কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। এদিন চারটি সংগঠনের নেতৃত্ব পরিবহন দপ্তরে গিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার আর জে. লালনোনকিমার কাছে স্মারকলিপি প্রদান করেন।

 এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, রাজ্যের রেল ও বিমান পরিষবা নিয়ে গোটা রাজ্যের মানুষ গভীর ভাবে উদ্বিগ্ন। এর মধ্যে দূরপাল্লার রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এই সুযোগে বিমান ভাড়া আকাশছোঁয়া হয়ে গেছে। রাজ্যের বিশেষ করে রোগী ও ছাত্র-ছাত্রী যাদের বহিঃরাজ্যে যেতে হয় তারা এই সময়ে মারাত্মক সমস্যার মধ্যে পরছে। গত মাসখানেক যাবৎ বিমান ভাড়া অস্বাভাবিক ভাবেই বৃদ্ধি হয়েছে। অথচ সরকারের কোন হেলদোল নেই। রেলে যারা বাধ্য হয়ে যেতে চাইছে তারা টিকিট পাচ্ছে না। চিকিৎসা, পড়াশুনা সহ বিভিন্ন জরুরী কাজে মানুষ রাজ্যের বাইরে যেতে পারছে না। এই পরিস্থিতিতে রাজ্যের পরিবহন দপ্তরের হস্তক্ষেপ দাবি করছে বলে জানান তিনি। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, টি এস ইউ -র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য