স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : দিন দুপুরে রিক্সা নিয়ে চুরি করতে এসে হাতেনাতে আটক দুই চোর। পালিয়ে গেল অপর এক চোর। ঘটনা রাজধানীর উত্তর গেট সংলগ্ন মানিক্য কোর্টে। ঘটনায় বিবরণের জানা যায় এদিন দুপুরে তিন চোর রাস্তায় ড্রেনের স্লেফ তুলে প্রবেশ করে মানিক্য কোর্টে।
বিষয়টি নজরে আসে পথচারীদের। তারা তিন চোরকে আটক করতে দৌড়ে আসলে এক চোর রিকশা নিয়ে পালিয়ে যায়। অপরদিকে চোরকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। তাদের খুঁটিতে বেঁধে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদের বক্তব্য, তিন চোর রিকশা নিয়ে চুরি করতে এসেছিল। একজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।