Friday, July 25, 2025
বাড়িরাজ্যকালিকা জুয়েলার্সের মেগা ড্র আয়োজন

কালিকা জুয়েলার্সের মেগা ড্র আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে গত ১ মে থেকে ১১ মে পর্যন্ত হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের মধ্যে স্বর্ণ মুদ্রা উপর বিশেষ ছাড়ের আয়োজন করা হয়। ন্যূনতম ১০ গ্রাম স্বর্ণালংকার ক্রয়ের উপর স্বর্ণ মুদ্রা প্রদান করা হয়েছে। পাশাপাশি মজুরিতে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়। ছিল প্রত্যেক কেনাকাটার উপর নিশ্চিত উপহার।

এবং এই অক্ষর তৃতীয়া উপলক্ষে মেগা ড্র -র আয়োজন করা হয়। মেগা ড্র নির্বাচিত হয় বুধবার। দুজন এই মেগা ড্র জয়ী হয়েছেন। তাদের দেওয়া হবে দুটি স্কুটি। বুধবার কালিকা জুয়েলার্সের শোরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কালিকা জুয়েলার্সের কর্ণধার মৃন্ময় চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন মিহির কান্তি চৌধুরী। তারা জানান এ ধরনের বিশেষ সুবিধা প্রতিবছরে ক্রেতাদের জন্য করা হয়। এতে ক্রেতাদের বিশেষ সুবিধা হয়। আগামী দিনেও ক্রেতাদের স্বার্থে এ ধরনের বিশেষ সুযোগ রাখা হবে কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!