Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপেট্টোপণ্যের উপর থেকে প্রত্যাহার করা হলো বিধিনিষেধ

পেট্টোপণ্যের উপর থেকে প্রত্যাহার করা হলো বিধিনিষেধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : পেট্টোপণ্যের পর্যাপ্ত পরিমাণে আমদানির ফলে পেট্রোল পাম্প গুলি থেকে পেট্রোল ও ডিজেল ক্রয়ের উপর থাকা বিধি নিষেধ তুলে দেয় খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর। বুধবার এক স্বাক্ষর মূলে এই বিষয়ে অবগত করেছে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা এন আধিকারিক।

বিবৃতিতে জানানো হয়েছে রাজ্যে পেট্টোপণ্যের আমদানি ও চাহিদা অনুযায়ী জোগানের উন্নতি হওয়ার কারণে বর্তমানে পেট্রোল ও ডিজেল বিক্রয়ের উপর চালু বিধিনিষেধ প্রত্যাহার করা হলো। যা বুধবার থেকেই কার্যকর হবে বলে জানান। উল্লেখ্য, আসামে অতি বৃষ্টির কারণে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় রাজ্যে পেট্রোলের চরম সংকট সৃষ্টি হয়েছিল। ফলে গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোলের সংকটে যান চালকরা ব্যতিবস্ত হয়ে পড়ছে। দিকে দিকে শুধু দীর্ঘ লাইন। এবং রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী রেশনিং ব্যবস্থা মাধ্যমে রয়েছে যান চালকদের পেট্রোল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য