Friday, July 26, 2024
বাড়িরাজ্যবিজেপি সরকারের সময়ে বাঙালি বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে, অভিযোগ আমরা বাঙালির

বিজেপি সরকারের সময়ে বাঙালি বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে, অভিযোগ আমরা বাঙালির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : বিজেপি সরকারের সময়ে বাঙালি বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে। বুধবার আমরা বাঙ্গালির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন আমরা বাঙালির রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন বাঁচার তাগিদে সম্প্রতি কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর, কাশীরামপুর, আশাপাড়া সহ ১৩ টি গ্রামের ৫১ টি বাঙালী পরিবারের ২১৭ জন পানিসাগরের পেকুছড়া গ্রামে বনের মধ্যে আশ্রয় নিয়েছে।

গত ৫ দিন ধরে তারা খোলা আকাশের নীচে অসহায় ভাবে থাকলেও অমানবিক প্রশাসন এখনো পর্যন্ত তাদের জন্য খাবারের কিংবা পানীয় জলের ব্যবস্থা করেনি। উল্টো উদ্বাস্তু পরিবার গুলিকে পেকুছড়া থেকে উচ্ছেদ করার জন্য পুলিশ ও প্রশাসনের লোক মিলে জোর জবরদস্তি করে চলেছে। বার বার প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে জায়গা ছেড়ে দেওয়ার জন্য। অথচ ঘটনাস্থলের কিছুটা দূরে বনদপ্তরের আরও একটি জায়গায় প্রায় একশ জনজাতি পরিবার বসবাস করলেও, তাদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নিরব। এইটা হচ্ছে বর্তমান বিজেপি সরকারের বাঙালী বিদ্ধেষ তথা জনজাতি তোষণ নীতির নমুনা। তিনি দাবি জানান বিকল্প ব্যবস্থা না করে পেকুছড়ায় আশ্রয় নেওয়া কোন বাঙালী পরিবারকে পেকুছড়া থেকে উচ্ছেদ করা যাবে না। অবিলম্বে পেকুছড়ায় আশ্রয় নেওয়া উদ্বাস্তু বাঙালী পরিবার গুলিকে সরকারী উদ্যোগে খাদ্য, পানীয়জল, ঔষধ ও থাকার জন্য ঘর নির্মান করে দেওয়ার দাবি জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য