স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রের। ঘটনা বিশালগড় কামথানার প্রেম সাগরে মঙ্গলবার দুপুরে। মৃত যুবকের নাম শুভ চৌধুরী, বাড়ি গোকুলনগর। বাবার নাম শংকর চৌধুরী, পেশায় রং মিস্ত্রি। শুভ চৌধুরী সাঁতার কাটতে পারে না। মঙ্গলবার সমস্ত বন্ধুদের সঙ্গে গভীর খাদে স্নান করতে গিয়ে জলের নিচে তলিয়ে যায় শুভ চৌধুরী।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে আধিকারিকরা দীর্ঘ দু’ঘণ্টা যাবত খোঁজাখুঁজি করার পর গভীর জলের নিচ থেকে শুভ চৌধুরীর দেহ উদ্ধার করে স্থানীয়রা। নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে শুভ চৌধুরি মা-বাবা সহ আত্মীয় পরিজন। কিন্তু শুভ -র মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সকলে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। পরিবার-পরিজনদের প্রতি সুখ ও সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক।