Thursday, January 23, 2025
বাড়িরাজ্যনাবালিকা মেয়ে উদ্ধার হলো বাংলাদেশ থেকে

নাবালিকা মেয়ে উদ্ধার হলো বাংলাদেশ থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : অবশেষে ১২ দিন পর মঙ্গলবার অপহরণ হওয়া ১৫ বছরের নাবালিকা মেয়ে উদ্ধার হলো বাংলাদেশ থেকে।জানা যায়, গত ১৩ দিন আগে মধুপুর থানার অন্তর্গত আনন্দ চৌমুহনী এলাকার ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে একই থানা এলাকার মিয়া পাড়ার এক যুবক ওই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে এনে জোরপূর্বক গাড়িতে করে নিয়ে যায়।

সেদিন রাত হয়ে গেলেও মেয়েটি বাড়িতে ফিরে না আসায় মেয়েটির পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও নাবালিকা মেয়েটির কোন সন্ধান পায়নি। পরে পরিবারের লোকজন জানতে পারে মিয়া পাড়া এলাকার এক যুবক জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় তাদের নাবালিকা মেয়েটিকে। এ খবর পাওয়া মাত্রই নাবালিকা মেয়েটির পরিবার মধুপুর থানায় অভিযুক্ত অপহরণকারীর বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে। ঘটনার এতদিন হয়ে গেলেও পুলিশ নাবালিকা মেয়েটির কোন সন্ধান এনে দিতে পারেনি।

এরই মধ্যে সোমবার নাবালিকা মেয়েটির পরিবার মধুপুর থানা ঘেরাও করে এবং এতদিন হয়ে গেলেও কেন পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি তার জবাব চাইতে যায়। কিন্তু মামলার তদন্তকারী অফিসার সঠিক জবাব দিতে পারেনি। সোমবার রাতেই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিষয়টি কমলা সদর মন্ডলের জানানো হয়। সোমবার রাতেই কমলা সাগর মন্ডলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গা সহ বাংলাদেশে খবর নিতে থাকে। অবশেষে মঙ্গলবার সকালে খবর আসে যে মেয়েটিকে অপরণ করে বাংলাদেশে রাখা হয়েছে। এই খবর পাওয়া মাত্রই কমলা সাগর মন্ডল এবং হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে বাংলাদেশে যোগাযোগ করা হয়। তারপর মঙ্গলবার দুপুরে  বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে রাজ্যে নিয়ে আসা হয়। কমলা সাগরের সীমান্ত এলাকা থেকে মধুপুর থানার পুলিশ মেয়েটিকে মধুপুর থানায় এনে সেখান থেকে মেয়েটিকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য