স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে সরব ইয়ুথ আইপিএফটি তিপ্রাল্যান্ড। পৃথক রাজ্যের দাবি সনদ জমা দিতে দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নিল দলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার জিরানিয়া উত্তর জয়নগর এলাকায় নিজ বাসভবনে দলের চেয়ারম্যান বলরাম দেববর্মা সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি বলেন থানসা করার নামে যদি আইপিএফটি তিপ্রা মথার সাথে জোট হয় তাহলে তারা এর সমর্থন করতে নারাজ। এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এদিন সাংবাদিক সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ।
তাদের অভিমত দলকে মজবুত না করে ২০২৩ -এর জন্য যদি অন্য কোন রাজনৈতিক দলের সাথে আইপিএফটি জোট হয় তাহলে সেটা ঠিক হবে না। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। কিন্তু আগামী কিছুদিন পর দলের রাজ্য সম্মেলন। সম্মেলনে আইপিএফটি শক্তি পরীক্ষা দিয়ে দেখাবে। মানুষের কতটা সমর্থন রয়েছে তা সেই সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে রাজ্যবাসীর কাছে। এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলের বহু কর্মী-সমর্থক আইপিএফটি-তে যোগদান করবে। পাশাপাশি এদিন তিনি যুব আইপিএফটি পশ্চিম ত্রিপুরা জিরানিয়া উত্তর জয়নগর বিভাগে এক্সিকিউটিভ কমিটি ঘোষণা দেন। কমিটি সভাপতি করা হয়েছে রাজেশ দেববর্মাকে। কমিটি আগামী দিন দলকে মজবুত করার স্বার্থে কাজ করবে বলে জানান তিনি।