স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : জেলা ভিত্তিক পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ও পি আর টি আই-র যৌথ উদ্যোগে। প্রত্যেকটি পঞ্চায়েতকে কিভাবে আরও উন্নত করা যায়, পঞ্চায়েত এলাকা থেকে হাউস ট্যাক্স সংগ্রহ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়।
একই সঙ্গে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের বেশ কিছু জায়গা পড়ে আছে। সেই জায়গা গুলির সঠিক ব্যবহার , প্ল্যান আপলোড করার বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা দেব সরকার। পঞ্চায়েত এলাকা থেকে হাউস ট্যাক্স গ্রহণ এখনো রাজ্যে শুরু হয়নি। তবে আইনে রয়েছে তা নিতে পারার। হাউস ট্যাক্স থেকে সংগ্রহীত অর্থ দিয়ে পঞ্চায়েত এলাকার উন্নয়ন মূলক কাজ করা সম্ভব বলে জানান তিনি। পশ্চিম জেলা থেকেই পঞ্চায়েত এলাকায় হাউস ট্যাক্স সহসাই চালু করা হবে বলে জানান তিনি। এদিন লাইম ডিপার্টম্যান্টের প্রতিনিধিরা অংশ নেন।