নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ হোক অথবা পঞ্জাব, উত্তরাখণ্ড হোক অথবা গোয়া-কোথাও ভালো ফল করতে পারেনি কংগ্রেস। সর্বত্রই কংগ্রেস রীতিমতো ধরাশায়ী। কংগ্রেসের হাতে থাকা পঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। জনগণের এই রায় বিনয়ের সঙ্গে মেনে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি কঠোর পরিশ্রমের জন্য কংগ্রেস কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাহুল।
রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, “বিনয়ের সঙ্গে জনাদেশ গ্রহণ করছি, জয়ীদের আন্তরিক শুভেচ্ছা। কঠোর পরিশ্রম ও আত্মোৎসর্গের জন্য সমস্ত কংগ্রেস কর্মী ও স্বেচ্ছাসেবকদের আমার শুভেচ্ছা। এই ফলাফলের থেকে শিক্ষা নেব আমরা এবং ভারতের স্বার্থে কাজ করে যাব।”