Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমৃত সন্তান প্রসব ঘিরে উত্তেজনা ঊনকোটি জেলা হাসপাতালে

মৃত সন্তান প্রসব ঘিরে উত্তেজনা ঊনকোটি জেলা হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : চিকিৎসকের গাফিলতির কারণে মৃত সন্তান প্রসব হওয়ার অভিযোগ তুলে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চরম বিক্ষোভ দেখালো রোগীর পরিবার।ঘটনার বিবরণে জানা যায়, কৈলাশহর পশ্চিম ছনতৈল এলাকার বাসিন্দা দীপক মালাকারের স্ত্রী মাম্পি মালাকার প্রসব ব্যথা নিয়ে শনিবার ভোরে এসে জেলা হাসপাতালে ভর্তি হয়।

তখন চিকিৎসকরা জানান, মাম্পি মালাকারকে সিজার করতে হবে, এবং বলেন সোমবার সকাল বেলা মাম্পি মালাকারকে সিজার করা হবে। সোমবার সকাল বেলা চিকিৎসকরা জানান স্বাভাবিকভাবেই সন্তান জন্ম দান করতে পারবে মাম্পি মালাকার। তারপর যথারীতি স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করার পর দেখা যায় মৃত সন্তান জন্ম দিয়েছে মাম্পি মালাকার। এরপরই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন দীপক মালাকার এবং তার পরিবারের লোকেরা। তাদের অভিযোগ চিকিৎসকদের গাফিলতির কারণে মৃত সন্তান প্রসব করেছে মাম্পি মালাকার। এরপর ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে জেলা হাসপাতালের মেডিকেল সুপার চিকিৎসক পি দেববর্মা ও চিকিৎসক সুমিত দাস জানান, চিকিৎসকরা সবসময় রোগীর ভালো চায়। কিন্তু সন্তান প্রসবের ক্ষেত্রে মাকে সচেতন হওয়া দরকার। চিকিৎসক সুমিত দাস উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য