স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : দীর্ঘ ৬ মাস ধরে রেগার কাজ নেই। প্রত্যন্ত এলাকার জনজাতিরা অভাবের মধ্য দিন কাটাচ্ছে। সোমবার ছামনুর পশ্চিম গোবিন্দবাড়ির থালছড়া, গোবিন্দবাড়ির রাসমণি রোয়াজাপাড়া, ৩২ কিমি, থাকচাঙকামী ইত্যাদি দুর্গম এলাকা পরিদর্শনে গিয়ে এই কথা বলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
বিরোধী দলনেতার সাথে ছিলেন বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক রামু দাস, নয়ন সরকার ও শৈলেন্দ্র নাথ সহ অন্যান্যরা। প্রত্যন্ত এলাকা গুলি পরিদর্শনে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গোবিন্দবাড়ি ভিলেজের রাসমণি রোয়াজাপাড়ায় সম্প্রতি একজন মহিলার মৃত্যু হয়েছে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে। বিনা চিকিৎসায় এই মহিলার মৃত্যু হয়েছে। কিন্তু ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধে সরকারের আগাম কোন উদ্যোগ নেই। ৬ মাস ধরে বন্ধ রেগার কাজ। অভাবের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে গরীব অংশের মানুষ। সরকারের কোন হেলদোল নেই। সব বিষয় গুলি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি।