স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : ইট ভাট্টা শ্রমিকদের কাজের প্রাপ্য মজুরি প্রদান, মালিক কর্তৃপক্ষের তালবাহানা বন্ধ করা সহ চার দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগরতলার অফিস লেন স্থিত শ্রম ভবনের সামনে গন অবস্থান সংগঠিত করা হয়।
গন অবস্থানে উপস্থিত ছিলেন সি আই টি ইউ -র রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত, ইট ভাট্টা শ্রমিকের রাজ্য সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা। সি আই টি ইউ -র রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান বামফ্রন্ট সরকারের সময় ইট ভাট্টা শ্রমিকদের সময় মতো মজুরি প্রদান করা হতো। কিন্তু বর্তমান সরকারের সময় ইট ভাট্টা শ্রমিকদের প্রাপ্য মজুরির জন্য সড়ক অবরোধ করতে হচ্ছে। শ্রম দপ্তর শ্রমিকদের জন্য কোন কাজ করছে না।