Friday, May 31, 2024
বাড়িরাজ্যকুয়াতে পড়ে মর্মান্তিক মৃত্যু ৭০ বছর বয়সী এক বৃদ্ধের

কুয়াতে পড়ে মর্মান্তিক মৃত্যু ৭০ বছর বয়সী এক বৃদ্ধের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : বাড়ির পাশে কুয়াতে পড়ে মর্মান্তিক মৃত্যু ৭০ বছর বয়সী এক বৃদ্ধের। ঘটনা সোমবার সকালে ধর্মনগরে। মৃতের নাম নির্জন নাথ। এদিন সকালে বাড়ির পাশে কুয়ার মধ্যে নির্জন নাথের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের।

 তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় উত্তর জেলা হাসপাতালে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত ব্যক্তির ছেলে জানায় তার বাবা দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ কোন ধরনের কাজের সাথে যুক্ত ছিল না। সে নিজে পরিবার পরিচালনা করতো। অন্যান্য দিনের মতো সোমবার সে কাজের জন্য কাঞ্চনপুরে যায়। খবর পেয়ে বাড়ি ফিরে দেখে এই ঘটনা। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য